ডেলিভারি সার্ভিস

অনলাইন ব্যবসায় বিক্রেতার সাথে যে প্রতিষ্ঠান অপরিহার্যভাবে জড়িত তা হলো ডেলিভারি সার্ভিস। এদের পারফরমেন্সের উপর ক্লায়েন্টের কাছে বিক্রেতার ইমেজ অনেকটাই নির্ভর করে। বিশেষ করে যারা খাবার এবং ভঙ্গুর প্রোডাক্টের ব্যবসা করেন তাদের সর্বদা টেনশনে থাকতে হয় প্রোপার ডেলিভারি নিয়ে।
সময়ের প্রয়োজনে অনেক ডেলিভারি সার্ভিস গড়ে উঠলেও সবার পেশাদারিত্ব ও সেবার মান এক নয়। আবার ডেলিভারিম্যানের ব্যক্তিগত অসততার জন্য অনেক সময় ডেলিভারি প্রতিষ্ঠানকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। তাই সঠিক ডেলিভারি সার্ভিস সিলেক্ট করা একজন অনলাইন ব্যবসায়ীর প্রধান প্রায়োরিটি হওয়া উচিত।
বর্তমানে যেসব প্রতিষ্ঠান মোটামুটি আস্থার সাথে কাজ করে যাচ্ছে তাদের মধ্যে অন্যতম হলো-
Pathao, Redex, Steadfast, Delivery Tiger, Shundorbon courier

Scroll to Top