কনটেন্ট রাইটিং

যে কোনো পণ্যের সেল পোস্ট দেয়ার সময় ছবির সাথে পণ্যটির বৈশিষ্ট্য সম্পর্কে কিছু কথা লেখাকে সাধারণত কন্টেন্ট রাইটিং বলা হয়। তবে ইদানিং কন্টেন্ট রাইটিং এর কনসেপ্টে বেশ কিছু পরিবর্তন এসেছে। জাস্ট বর্ণনামূলক কন্টেন্টের পরিবর্তে মানুষ এখন অন্যরকম কিছু পড়তে পছন্দ করে । সেল পোস্টের শুরুতে যদি হয় গল্প, কৌতুক কিংবা মোটিভেশনাল কথা দিয়ে শুরু করা হয় তবে তা পাঠককে আকর্ষণ করে সহজে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে, পোস্টের শুরু যেভাবেই হোক শেষ পর্যন্ত যেন তা নির্দিষ্ট পণ্যের সাথে রিলেটেবল হয়। একেবারে অসংগতিপূর্ণ পোস্ট হলে তা বরং ক্রেতার মনে বিরক্তির উদ্রেক করবে।এছাড়া মাঝে মাঝে পণ্য সংশ্লিষ্ট তথ্যমূলক পোস্ট দেওয়া যেতে পারে।

এক কথায় একই কন্টেন্ট যেন বারবার রিপিট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। অনেক সময় দেখা যায় উপভোগ্য কন্টেন্ট পড়ার আগ্রহ থেকেই অনেক ক্রেতা অনেক পেইজে লাইক দিয়ে রাখেন। এভাবে ক্রেতাদের মনে একটা জায়গা করে নিতে পারাও একজন কন্টেন্ট রাইটারের সার্থকতা। আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে পোস্টে যেন বানান ভুল না হয় এবং বাক্যগুলো যেন শুদ্ধ হয়। Price এর বদলে Prize লেখা একটা কমন ভুল। Inbox me for order এটাও একটা অশুদ্ধ বাক্য এ ধরনের ভুল বিক্রেতা সম্পর্কে একটা নেগেটিভ ইম্প্রেশন তৈরি করে। তাই পোস্ট দেওয়ার আগে তাড়াহুড়ো না করে বানান, বাক্য চেক করে নিতে হবে।

Scroll to Top