Amatullahs Era একটি অনলাইন লার্নিং একাডেমি , যা যাত্রা শুরু করেছিল রুকিয়াহ কনসালট্যান্সির মাধ্যমে ২০১৮ সালে।
রুকিয়াহ শারীয়্যাহ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা বিভিন্ন ওয়েবিনার, কোর্স আয়োজন করে থাকি। এছাড়া অন্যান্য ইসলামিক বিষয়ের উপরও ওয়েবিনার,ওয়ার্কশপ এবং কোর্সের আয়োজন করে থাকি।
International Open University (IOU) থেকে আমাদের কমিউনিটি সার্ভিস প্রজেক্ট প্রপোজাল এপ্রুভাল পেয়েছে ১৫ জুন ২০২২ তারিখে, যার টাইটেল Amatullahs Era . ২০২৩ এ IOU থেকে আয়োজিত বিশেষ সেশন “Successfully Managing Community Service Project ” – এ আমন্ত্রণ পেয়ে ১৭ ই জুন নিজেদের প্লাটফর্ম কে প্রেজেন্ট করার সৌভাগ্য হয়েছে, আলহামদুলিল্লাহ।