ব্যবসায় জোয়ার-ভাটায় করণীয়

’ব্যবসা’ পেশার সাথে যে শব্দটি ওতোপ্রতোভাবে জড়িত তা হলো ’অনিশ্চয়তা’। চাকুরীজীবীদের মতো মাসের শেষে ফিক্সড ইনকাম তো নেই বরং প্রতিদিনের সেলও নির্দিষ্ট নয়। কোনো দিন এমন হয় যে কাস্টোমারদের রেসপন্সের রিপ্লাই দিতে দিতে হিমশিম অবস্থা আবার কোনো দিন এমন হয় যে সারাদিন কেউ একবার নকও করে না। কখনও ব্যবসা নিয়ে আমরা এতটাই আশাবাদী হয়ে যাই যে, এটাকে আরও বড় করার স্বপ্ন দেখি, কখনও আবার এতটাই হতাশ হয়ে যাই যে, এটাকে বন্ধ করে দেয়ার চিন্তা করি। এই যে আশা-নিরাশার দোলাচলে প্রতিনিয়ত দোদুল্যমান হওয়া —এই অভিজ্ঞতার মুখোমুখি প্রতিটি ব্যবসায়ীকেই হতে হয়। তবে এর সমাধান কি?

ব্যবসায় জোয়ার কিংবা ভাটার সময়টায় কি করণীয়?
উত্তর হলো, রিজিকের মালিকের সাথে সর্বাবস্থায় যোগাযোগ রাখা। আমরা যতই চেষ্টা করি না কেন শেষ পর্যন্ত রিজিক আসে আল্লাহর পক্ষ থেকে।
পবিত্র কুরআনে মহান আল্লাহ তায়ালা নিজেই বলেছেন-
”বলুন! আমার প্রভু তাঁর বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন আবার যাকে ইচ্ছা রিজিক সংকুচিত করে দেন।“ (সূরা সাবা: ৩৯)
তাই ব্যবসায় জোয়ারের সময়টায় রিজিকের মালিকের শুকরিয়া আদায় করতে হবে আর ভাটার সময়টায় সবর করতে হবে তাওয়াক্কুলের সাথে ।
রিজিকে বারাকাহ আনার আরেকটা মাধ্যম হলো ’সাদাকাহ করা’।

যখন নিয়মিত সেল হতে থাকবে তখন প্রাপ্ত অর্থের একটি অংশ নিয়মিতভাবে সাদাকাহর জন্য বরাদ্দ রাখতে হবে আবার যখন সেল কম হবে তখনও স্বল্প পরিমাণে হলেও সাদাকাহ করা থেকে বিরত হওয়া যাবে না। রাসূল (সা:) বলেছেন-
“তুমি সম্পদ কমে যাওয়ার আশংকায় সাদকাহ দেয়া বন্ধ করবে না। অন্যথায় তোমার জন্যও আল্লাহ কর্তৃক দান বন্ধ হয়ে যাবে।”(সহীহ বুখারী)
তাই উদ্যোক্তাদের জন্য একটি প্রশান্তিদায়ক টিপস হলো- ব্যবসায় সুসময় আসুক অথবা দু:সময়—শোকর, সবর এবং সাদাকাহ এগুলোকে নিয়মিত অভ্যাসে পরিণত করতে হবে।

Scroll to Top