‘আগে দর্শনদারী, পরে গুণবিচারী’-বাংলার এই চিরায়ত প্রবাদটি অনলাইন ব্যবসার ক্ষেত্রে শতভাগ প্রযোজ্য। যেহেতু অনলাইনে ক্রেতারা যে কোনো পণ্য স্বহস্তে নেড়ে-চেড়ে দেখার সুযোগ পান না, তাই প্রথমে যা দেখে ক্রেতারা আকৃষ্ট হন তা হলো পণ্যের ছবি। আর তাই অনলাইন বিজনেস এ ফটোগ্রাফি খুবই গুরুত্বপূর্ণ ।
ফটোগ্রাফির ক্ষেত্রে বিক্রেতাদের মধ্যে দুই ধরনের প্রবণতা দেখা যায়। কেউ হয়তো দায়সারাভাবে পণ্যের ছবি তুলেই সেল পোষ্ট দিয়ে দেন, কেউবা আবার পণ্যের ছবিকে এডিটিং করে এতটাই আকর্ষণীয় ভাবে উপস্থাপন করেন যে পরবর্তীতে পণ্য হাতে পাওয়ার পর ক্রেতা ছবির সাথে পার্থক্য দেখে হতাশ হয়ে যান। তাই ফটোগ্রাফির ক্ষেত্রে একটি স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে হবে।
মূল পণ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রপস ব্যবহার করে, পারফেক্ট লাইটিং এডজাস্ট করে এমনভাবে ছবি তুলতে হবে যেন তা পণ্যের সাথে সাথে বিক্রেতার রুচিকেও ফুটিয়ে তোলে। তাহলে ক্রেতার মনে সামগ্রিকভাবে অনলাইন পেইজটি সম্পর্কে একটি পজিটিভ ইম্প্রেশন তৈরি হবে।
নারী ও শিশুদের পোশাক ও অন্যান্য পণ্য, যেমন- ব্যাগ, জুতা, জুয়েলারি, কসমেটিকস- এসব ক্ষেত্রে ফটোগ্রাফির সময় মডেল হিসেবে নারী ও শিশুদের সরাসরি ছবি দেওয়া থেকে বিরত থাকা উচিত । কারণ নারীদের ক্ষেত্রে পর্দা নষ্ট হওয়ার এবং শিশুদের ক্ষেত্রে বদ নজর লাগার সম্ভাবনা রয়েছে। আপাতদৃষ্টিতে হয়তো মনে হবে মডেলের ছবি না দিলে বিক্রি কমে যাবে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে, রিজিক আসে আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহর অনুশাসন মেনে ব্যবসা করলে সেল কম হলেও যা বিক্রি হবে সেই অর্থে বারাকাহ আসবে ইনশাআল্লাহ। এরপরও যদি একান্তই ছবি দিতে হয় তবে সেক্ষেত্রে ছবির চেহারা ঢেকে দিতে হবে বা ব্লার করে দিতে হবে।